তুষারে ঢাকা পড়েছে নিউইয়র্ক
শনিবার সরকারি ছুটির দিন হওয়ায় গণপরিবহনের সংখ্যা এমনিতে কম। তার ওপর তুষারের কারণে যানবাহনের সংখ্যা আরও কমে যায়। জরুরি কাজ না থাকলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। তুষার পরিষ্কারে রাজপথে কাজ করছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের বিশেষ যানবাহনগুলো। পরিস্থিতি পর্যবেক্ষণে করছে আবহাওয়া বার্তা বিভাগ। তারা ঘণ্টায় ঘণ্টায় বুলেটিন দিয়ে তুষারপাতের সর্বশেষ অবস্থা জানাচ্ছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে তুষারপাত সংক্রান্ত খবর প্রচার করছে। আশার বাণী দিয়ে আবহাওয়া বার্তা বিভাগ বলছে, রোববার দেখা মিলবে সূর্যের। ওই দিন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি ফারেনহাইট।
নিউইয়র্কের নতুন অভিবাসীরা তুষারপাতকে উপভোগ করছেন। কুইন্সের এলমাস্টের বাসিন্দা প্রাইভেট কোম্পানিতে কর্মরত আমরান হোসেন প্রথম আলোকে বলেন, ‘তুষারের মধ্যে কাজে যাচ্ছি। নতুন অভিজ্ঞতা হিসেবে এই তুষারপাতকে উপভোগ করছি।
No comments:
Post a Comment